ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পত্নীতলায় ট্রাক্টরের ধাক্কায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
পত্নীতলায় ট্রাক্টরের ধাক্কায় নারী নিহত পত্নীতলায় ট্রাক্টরের ধাক্কায় নারী নিহত

নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলার সরদার পাড়া মোড়ে  ট্রাক্টরের ধাক্কায় ভারতী রানী (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। 

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে নজিপুর-সাপাহার সড়কে এ দুর্ঘটনা ঘটে। ভারতী রানী পত্নীতলা বাজারের সুকুমারের স্ত্রী।

 

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে সরদার পাড়া মোড়ে সাপাহারগামী একটি ট্রাক্টর একটি ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ভ্যান থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান ভারতী নামে এক যাত্রী। এতে ভ্যানে থাকা আরো দু’জন আহত হন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম জানা যায়নি।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করা হলেও দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।