ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের উন্নতি মানে ১৬ কোটি মানুষের উন্নতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
বাংলাদেশের উন্নতি মানে ১৬ কোটি মানুষের উন্নতি

ঢাকা: রূপগঞ্জবাসীর সঙ্গে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন বসুন্ধরা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

রোববার (১৪ জানুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, ‘সারা রূপগঞ্জবাসী আপনারা স্বাধীনতার সপক্ষে কাজ করবেন।

আমাদের নেত্রীর পক্ষে কাজ করবেন। দেশ গড়ার সংগ্রামে আপনারা সবাই শরিক হোন। বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন, তার ৩২ কোটি হাত। এ হাতগুলো দিয়েই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের লক্ষ্য দেশকে উন্নত করবো। প্রতিটি মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে, সেটাই আমাদের ধ্যান-ধারণা, চিন্তা। ’

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকুর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম ও নজরুল ইসলাম বাবু।

অনুষ্ঠানে রূপগঞ্জবাসীর দোয়া চেয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান বলেন, ‘খুব ভালো লাগছে আপনাদের সবাইকে একসঙ্গে দেখতে পেয়ে। আমরা তো রূপগঞ্জে নতুন নয়, ১০-১২ বছর ধরে ব্যবসা করছি। দোয়া করবেন, আগামীতেও যাতে থাকতে পারি। বিপদে-আপদে সব সময় যেন আপনাদের পাশে থাকতে পারি। ’

রূপগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, ‘আমি ১৯৮৮ সালের দিকে ব্যবসা শুরু করি। বসুন্ধরার তখনকার অবস্থা কী ছিল আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, তারা নিশ্চয়ই জানেন। আজকে যদি বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি শহর বলা হয়, সেটা এই বসুন্ধরা। একটি আধুনিক আবাসিক শহর। আমি আপনাদের আবেগ, ভালোবাসা, অন্তরজ্বালা সব কিছু জানি। যেহেতু আমি রূপগঞ্জের অধিবাসী, আপনারা ভালো থাকেন, এটি আমি কায়মনোবাক্যে প্রার্থনা করি। প্রায়ই পত্রিকায় দেখি, রূপগঞ্জে মাদকের ব্যবসা হচ্ছে, নানা ধরনের অনৈতিক কাজ হচ্ছে এবং এমনও শোনা যাচ্ছে সেখানে খুন-খারাবি, রাহাজানি চলছে। সেসব দেখলে আমার মন কাঁদে। ’

তিনি আরও বলেন, ‘আমি রূপগঞ্জ, ভুলতা, কাঞ্চন, আড়াইহাজার সর্বত্রই আপনাদের মধ্যে ছড়িয়ে আছি। আমার কেবল একটিই উদ্দেশ্য...আমি প্রায়ই বলি বাংলাদেশের অর্থনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার পর যদি কারো অবদান থাকে, বসুন্ধরা গ্রুপের অবদান আছে। বসুন্ধরা গ্রুপ অন্ততপক্ষে ৫০ হাজার কৃষক এবং সাধারণ মানুষকে কোটি টাকার মালিক বানিয়েছে। সবই আল্লাহর ইচ্ছা, আমরা ছিলাম কেবল অসিলা। ’

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান বলেন, ‘আমি আশা করি, রূপগঞ্জ ও কাঞ্চনবাসী যারাই এখানে আছেন, তাদের অর্থনৈতিক উন্নয়নে আমি সর্বাত্মক চেষ্টা করবো। আমি মূলত ব্যবসায়ী, সব সময় চেষ্টা করি আমার এবং আমার চারপাশের সবার যেন উন্নতি হয়। আমি যে ব্যবসা করি তাতে স্বাভাবিকভাবেই সবার উন্নতি হয়। একটি শিল্প-কারখানা করলে কেবল মালিক ও এক-দুই হাজার শ্রমিকের উন্নতি হয়, কিন্তু এখানে রূপগঞ্জবাসীর যে উচ্ছ্বাস, আমি ঋণী হয়ে রইলাম। আমি আজীবন চেষ্টা করবো আপনাদের যেন উন্নতি হয়, আপনারা যেন ভালো থাকতে পারেন। ’

রূপগঞ্জবাসীকে আশ্বস্ত করে আহমেদ আকবর সোবহান বলেন, ‘আপনারা সবাই মিলে চেষ্টা করলে রূপগঞ্জের মাদক ব্যবসা, অস্ত্রের ঝনঝনানি সবকিছু বন্ধ হয়ে যাবে। একটি কথা মনে রাখবেন, জনগণই সব শক্তির মূল। সুতরাং রূপগঞ্জবাসী যদি এক থাকেন সেখানে কোনো অন্যায়-অবিচার হবে না। আমি কথা দিচ্ছি, যেকোনো কিছুর বিনিময়ে আপনাদের পাশে থাকবো। ’

তিনি আরও বলেন, ‘আশা করি আপনাদের ভবিষ্যৎ আরও উন্নত, আরও মঙ্গলময় হবে। আপনারা আমার জন্য, আমার পরিবারের জন্য, বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা যেন দীর্ঘজীবী হয়, বাংলাদেশ যেন দীর্ঘজীবী হয়। বাংলাদেশের উন্নতি মানে আমাদের ১৬ কোটি মানুষের উন্নতি। সুতরাং সবাই সেই দোয়া করবেন, যেন আমরা স্বাধীনতার সপক্ষে সারা জীবন ধরে কাজ করে যেতে পারি। ’

তিনি বলেন, ‘আমি রূপগঞ্জ গিয়ে আপনাদের সঙ্গে দেখা করবো। স্বাধীনতার সপক্ষের সৈনিক শামীম ওসমান ইতিমধ্যেই বলেছেন, ‘রূপগঞ্জে আমরা যখন সভা করবো পুরো নারায়ণগঞ্জবাসী সেখানে আসবে। আমরা স্বাধীনতার সপক্ষের শক্তিকে শক্তিশালী করবো, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে শক্তিশালী করবো- এটাই আমাদের ওয়াদা। ’

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁয় পর্যন্ত এলাকায় বসুন্ধরা গ্রুপ যে পরিমাণ উন্নয়ন করেছে তা প্রশংসনীয়। বসুন্ধরা গ্রুপ স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা প্রতিষ্ঠা করে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে রূপগঞ্জকে। তাই বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানকে বলা হয় রূপগঞ্জের সন্তান। নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের জন্য নারায়ণগঞ্জ-রূপগঞ্জবাসী আজ একত্রিত। জনগণের ইচ্ছার বাইরে কোথাও কিছু হয় না, রূপগঞ্জেও হবে না। জনগণের শক্তি বড় শক্তি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া, রংধনু গ্রুপ এবং কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান মিজান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভূঁইয়া, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান ভূঁইয়া সজীব, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মাসুম চৌধুরী অপু, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, দাউদপুর ইউপির চেয়ারম্যান নূরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান আবু হোসেন রানু প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।