ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নবীনগরে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
নবীনগরে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিপক্ষের গুলিতে শামীম সরকার (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। 

রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে। শামীম ওই গ্রামের আলমাস সরকারের ছেলে।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামের ছয়টি ইউনিয়নে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি এ ঘটনায় থানায় মামলা হয়। মামলার আসামিরা গ্রেফতার এড়াতে পাশ্ববর্তী নবীনগর উপজেলার চরলাপাং গ্রামে আশ্রয় নেয়। সন্ধ্যায় পুলিশ আসার খবর পেয়ে আসামিরা মির্জাচরে পালিয়ে যায়। সেখানে তাদের প্রতিপক্ষের লোকজন ধাওয়া করেলে আসামিরা চরলাপাং গ্রামে আত্মগোপন করার চেষ্টা করে। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন আসামিদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে শামীম নামে ওই যুবক গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে নবীণগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজু আহম্মদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে শামীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।