ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে তিন ইটভাটা মালিককে জরিমানা

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
বদরগঞ্জে তিন ইটভাটা মালিককে জরিমানা বদরগঞ্জে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তিন ইটভাটা মালিককে জরিমানা ও একটি ইটভাটা বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (১৪ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম।

অভিযানে উপজেলার রামনাথপুর ইউপির ‘ঘাটাবিল ব্রিকস-২’, ‘পাভেল ব্রিকস-২’ ও ‘আরবিবি ব্রিকস’ নামে তিন ইটভাটার মালিকের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

 

এছাড়া উপজেলার মধুপুর ইউপির আবেদ আলির ‘এএসবি’ ইটভাটায় ড্রাম চিমনির ব্যবহার ও বৈধ কাগজ পত্র না থাকায় চিমনি গুড়িয়ে দিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।  

অভিযানে উপস্থিত ছিলেন- জেলা পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা মেজবাউল আলম ও পরিবেশ পরিদর্শক কাজি সাইফুদ্দিন ছাড়াও আনছার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের
সদস্যরা।

ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম বাংলানিউজকে বলেন, পর্যায়ক্রয়ে সব অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।