ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
বদরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রংপুর: রংপুরের বদরগঞ্জে আলতাব হোসেন (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

রোববার (১৪ জানুয়ারি) ভোরে উপজেলার শিবপুর থেকে তাকে আটক করা হয়।

আটক আলতাব রংপুর কোতয়ালি থানার দেওডোবা গ্রামের হামিদ আলির ছেলে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান জানান, আলতাব খুচরা ব্যবসায়ীদের কাছে মাদক সরবরাহ করতেন। তিনি মাদক বিক্রির উদ্দেশ্যে বদরগঞ্জে এসেছিলেন। এ সময় ২শ’ ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
 
তিনি জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ১৪ জানুয়ারি, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।