ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে অবস্থান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে অবস্থান অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে সাধারণ ছাত্র পরিষদের সদস্যরা।ছবি: বাংলানিউজ

ঢাকা: সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে রাজধানীতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে সাধারণ ছাত্র পরিষদ।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচির আয়োজন করে ওই সংগঠন।

জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা যায় গেটের পাশে ব্যানার লাগিয়ে কয়েকজন ছাত্র বসে আছেন।

তাদের হাতে প্ল্যাকার্ডে লেখা রয়েছে ‘৩৫ চাই’।

সংগঠনটির সভাপতি ইমতিয়াজ হোসেন বাংলানিউজকে বলেন, চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছর, এ সীমানা প্রাচীর বাংলাদেশের লাখো কোটি ছাত্র সমাজকে অবরুদ্ধ করে রেখেছে। তারা নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ থেকে বঞ্চিত।

তিনি বলেন,  উচ্চ শিক্ষিত বেকার যুব সমাজ যখন উপেক্ষিত তখন বর্তমান রাষ্ট্রপতি স্পিকার থাকা অবস্থায় ২০১২ সালের ৩১ জানুয়ারি জাতীয় সংসদে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এতে যুব সমাজ আশার আলো দেখেছিলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি ২১তম বৈঠকে চাকরিতে প্রবেশের বয়স ৩২ বছর সুপারিশ করে। নবম জাতীয় সংসদে ১৪তম অধিবেশনে ৩৫ বছর করার প্রস্তাব গৃহীত হয়। সেই থেকে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা এ দাবি বাস্তবায়নের জন্য পাঁচ বছর ধরে আন্দোলন করে আসছে। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি।

ইমতিয়াজ বলেন, এই দাবিতে গত ১০ জানুয়ারি হতে প্রেসক্লাবের সামনে আমরা অবস্থান করছি। সরকার এরপরও দাবি না মানলে পরবর্তীতে আমরণ অনশন কর্মসূচি শুরু করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সহ সভাপতি মামুনূর রশিদ, সাধারণ সম্পাদক এম এ আলী, ‍যুগ্ম সম্পাদক নাজমুল, ইমরান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।