ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

থানা কেন সাংবাদিকের জিডি নেয়নি,দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
থানা কেন সাংবাদিকের জিডি নেয়নি,দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি: বাংলানিউজ

ঢাকা: দুই সাংবাদিককে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের হুমকির বিষয়ে থানা কেন সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করেনি সেটি খতিয়ে দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ের ডিজিটাল অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম ও ওয়াচ টাওয়ার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।  

এক নারীকে জোর করে তুলে এনে বিয়ে করার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিআইজি মিজানুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ।


 
প্রত্যাহারের মধ্যেই তিনি দুই সাংবাদিককে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরপর রাজধানীর ভাটারা থানায় জিডি করতে গেলেও থানা পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার কাছে তিনি (হুমকির শিকার সাংবাদিক) এসেছিলেন। তিনি তার অসহায়ত্বের কথা বলছিলেন- তাকে হুমকি দেওয়া হয়েছে।

‘আমি বললাম, আপনি একজন নাগরিক হিসেবে জিডি করতে পারেন। এখনই গিয়ে জিডি করুন, এই সমস্ত কিছু বলিনি। আমি বলেছি- এটা আপনার নাগরিক অধিকার। ’

স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, জিডি কেন নেয়নি- আমরা সেটা দেখবো, আমরা শুনছি, দেখবো, কেন নেয়নি, সেটা দেখবো।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।