ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় গাঁজাসহ নারী মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
গাইবান্ধায় গাঁজাসহ নারী মাদক বিক্রেতা আটক

গাইবান্ধা: গাইবান্ধায় দুই কেজি গাঁজাসহ শান্তি বেওয়া (৪৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের পূর্বপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদের সামনে গাইবান্ধা-বালাসীঘাট সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক শান্তি বেওয়ার দেওয়ানগঞ্জ উপজেলার বাবাহাদুরাবাদ গ্রামের মৃত সাগর মিয়ার স্ত্রী।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, শান্তি বেওয়া জামালপুর থেকে নৌকা যোগে গাইবান্ধায় গাঁজা সরবরাহ করতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। জব্দ হওয়া গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।

আটক ওই নারীর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময় ০৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এমএসএ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।