ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় পিঠা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
শৈলকুপায় পিঠা উৎসব পিঠা উৎসব

ঝিনাইদহ: ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংস্কৃতি’ এ স্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার দুধসর গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উৎসবে প্রায় ৫০ রকমের পিঠার মধ্যে ছিল, পাটিসাপটা, ফুলঝুরি, ভাজা পুলি, পাকান পিঠা, বাঁধাকপির বড়া ও সবজি ভাঁপা।

অনুষ্ঠানের আয়োজক জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মঞ্জুরুল হাফিজ বাংলানিউজকে বলেন, জঙ্গিবাদ থেকে সমাজকে দূরে রাখতে আর নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।