ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চম্পা মণ্ডল নিহত হয়েছেন।

শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

চম্পা মণ্ডল ওই বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

তিনি খুলনার দাকোপ উপজেলার ডালিয়াখালী গ্রামের সুদেব মণ্ডলের মেয়ে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহাবুবুল আলম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকার ঘোনাপাড়া মোড়ে কেনাকাটা করতে গিয়েছিলেন চম্পা মণ্ডল। কেনাকাটা শেষে মেসে ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এ ঘটনার খবর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়লে শিক্ষক ও শিক্ষার্থীরা হাসপাতালে ভিড় করেন।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।