ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাক-বাস সংর্ঘষে নিহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
সিলেটে ট্রাক-বাস সংর্ঘষে নিহত ৩ দুর্ঘটনা কবলিত বাস/ ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট তামাবিল সড়কের জৈন্তাপুরে বিদ্যুতের পিলারবাহী ট্রাক ও বাস সংর্ঘষে দুই নারী ও এক শিশু নিহত হয়েছেন। নিহতরা সবাই বাসের যাত্রী।

শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার দরবস্ত এলাকার  পল্লীবিদ্যুত কার্যালায়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট তামাবিল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুক আহমেদ বাংলানিউজকে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আরও বেশ কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন বলেও জানান এসআই মাসুক।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।