ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান সিসিক মেয়রের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান সিসিক মেয়রের কম্বল বিতরণকালে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী/ ছবি: বাংলানিউজ

সিলেট: শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। 

শনিবার (১৩ জানুয়ারি) নগরীর তেররতন মহিলা মাদরাসায় ‘প্রাতঃভ্রমণ ক্লাবের’ উদ্যোগে  অসহায় শীতার্ত শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

মেয়র আরিফুল হক বলেন, সিলেটের বিভিন্ন এলাকায় গরীব ও অসহায় মানুষ শীতে দুর্ভোগ পোহাচ্ছে।

শীতার্ত এ সব অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। কেন না, সিলেটের দিনমজুর মানুষ প্রতিদিন যা রোজগার করে, তা দিয়ে পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। তাদের অনেকের পক্ষেই শীতবস্ত্র কেনা সম্ভব হয় না। তাই সমাজের সর্বস্তরের মানুষের কর্তব্য অসহায়দের শীতবস্ত্র দিয়ে সাহায্য করা।

‘প্রাতঃভ্রমণ ক্লাব’র মতো অন্যান্য সামাজিক ও রাজনৈতিক দল অসহায়দের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে এগিয়ে আসলে সমাজের দুস্থ অসহায় মানুষ উপকৃত হবে বলে মন্তব্য করেন তিনি।

‘প্রাতঃভ্রমণ ক্লাবের’ সভাপতি কাউছার আহমদ হায়দারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মিছবাহ উদ্দিন, শান্তনু দত্ত সন্তু, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট ছালেহ আহমদ সেলিম, মাদরাসার অধ্যক্ষ হাফিজ আব্দুল কুদ্দুস, ‘প্রাতঃভ্রমণ ক্লাব’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমদুর রশীদ খসরু, মাওলানা শাহ নজরুল ইসলাম, বিএনপি নেতা সৈয়দ মঈন উদ্দিন সুহেল, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য আব্দুর রকিব চৌধুরী, হুমায়ুন কবীর সুহিন, সৈয়দ আমীরুল হক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।