ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
টেকনাফে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা জব্দ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন থেকে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সেন্টমার্টিনের উত্তর পাশের সাগরের একটি মাছ ধরার ট্রলার থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে কোস্টগার্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় সেন্টমার্টিনের উত্তর পাশের সাগরের একটি মাছ ধরার ট্রলারকে সন্দেহ হলে বোট তল্লাশির উদ্দেশে থামার নির্দেশ দেওয়া হয়। এসময় ট্রলারটি না থামিয়ে সমুদ্রের কিনারায় চরে তুলে দিয়ে এর লোকজন পালিয়ে যায়। পরে কালো পলিথিনে মোড়ানো ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।