ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের ট্রেন চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের ট্রেন চলাচল শুরু দুর্ঘটনা কবলিত ট্রেন-ট্রাক। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লা সদরের পালপাড়া এলাকায় ডেমু ট্রেনের সঙ্গে ট্রাকের সংর্ঘষের ঘটনার সাড়ে ৪ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল শুরু হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।  

কুমিল্লা রেলের সহকারী প্রকৌশলী মো. মুস্তাফা বাংলানিউজকে জানান, সকালে আখাউড়া থেকে কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে আসা ডেমু ট্রেনটি কুমিল্লার পালপাড়া বানাসুয়া রেলওয়ে ব্রিজ এলাকায় রেলওয়ের সংস্কার কাজে ব্যবহৃত মাটি বোঝাই ট্রাকের সঙ্গে সংর্ঘষ হয়।

এতে কেউ হতাহত হয়নি। সংঘর্ষে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং ট্রাকটি ছিটকে রেল লাইনের পাশে পড়ে যায়। দুর্ঘটনার পর একটি উদ্ধারকারী ট্রেন লাকসাম থেকে এসে উদ্ধার কাজ পরিচালনা করে। এ ঘটনায় কুমিল্লা রেলস্টেশনে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেসসহ বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে ছিল।

দুপুর আড়াইটায় উদ্ধার কাজ সম্পন্ন হওয়ার পর পৌনে ৩টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলেও জানান সহকারী প্রকৌশলী মো. মুস্তাফা।

** চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।