ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে মদপানে ২ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
সিরাজগঞ্জে মদপানে ২ শ্রমিকের মৃত্যু সিরাজগঞ্জে মদপানে ২ শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকায় মদপান করে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) রাতে ও শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ ঘটনায় আরো তিন শ্রমিক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকার জামাত আলী শেখের ছেলে ও সয়দাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আলম শেখ (৪২) ও বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর কোনাবাড়ি এলাকার বাসিন্দা রমজান আলী (৪৫)। অসুস্থ শ্রমিকরা হলেন- সেরাজ, বাদশা ও আলম।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।