ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
বদরগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা বদরগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

রংপুর: বদরগঞ্জের পার্বতীপুর উপজেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার সংযোগ স্থল ধলাপীরের মাজার সংলগ্ন এলাকায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান (এমপি)।

বিশেষ অতিথি ছিলেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরি ডিউক।

বদরগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

মোস্তাফিজুর রহমান জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় খেলাটি দেখতে পেরে আমি আনন্দিত। আশা করবো আয়োজকরা যেন প্রতিবছর খেলাটির আয়োজন করে।

খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য আকরাম আলি সরকার বাংলানিউজকে জানান, ঘোড়দৌড় প্রতিযোগিতাটি এ, বি, সি ও ডি ক্যাটাগরিতে সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।