ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনসিডিলসহ গ্রেফতার ২ যুবক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
ফেনসিডিলসহ গ্রেফতার ২ যুবক কারাগারে ফেনসিডিলসহ গ্রেফতার রাইসুল ইসলাম সোহেল ও মিনহাজুল ইসলাম

দিনাজপুর: দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দেবীপুর গ্রামে ফেনসিডিলসহ গ্রেফতার দুই যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে তাদের দিনাজপুর ফুলবাড়ী-পার্বতীপুর আমলী আদালত-৫ এ হাজির করা হলে বিচারক মো. ইসমাইল হোসেন তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আটকরা হলেন- জেলার পার্বতীপুর উপজেলার ধুপিপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে রাইসুল ইসলাম সোহেল (৩২) ও একই উপজেলার মোজাফ্ফর নগর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে মিনহাজুল ইসলাম (৩৫)।

তারা দু’জনই ছাত্রলীগের নেতা বলে জানা যায়।

এরআগে ফুলবাড়ী থানা পুলিশ উপজেলার শিবনগর ইউনিয়নের দেবীপুর গ্রামে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে।

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক (সিআই) মো. রবিউল আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ওই দুই যুবককে দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সন্ধায় পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।