ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের বেকারত্ব দূর করা হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের বেকারত্ব দূর করা হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেছেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের বেকারত্ব দূর করা হবে ও মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করা হবে। এ লক্ষ্যেই আমি কাজ শুরু করেছি।

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে রাজবাড়ীতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শেষে শহরের রেলগেটস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে পথসভায় এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশে এখনো ষড়যন্ত্র হচ্ছে।

আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক তারা কোনো ষড়যন্ত্রের কাছেই মাথা নত করবো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বলেছেন আগামী নির্বাচনে জঙ্গিবাদ-মৌলবাদ দমন করে আবারো ক্ষমতায় আসতে হবে।

রাজবাড়ী পৌর আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রা ও পথসভায় আরো বক্তব্য রাখেন- সংরক্ষিত নারী আসন-৩৮ এর সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, বন ও বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী, প্রচার সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট উমা সেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. ওহিদুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট উজির আলী শেখ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফুল হাসান আশা, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, যুবলীগ নেতা আলমগীর শেখ তিতু।

এসময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার আমজাদ হোসেনসহ জেলা ও পৌর আওয়ামী লীগের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।