ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজে সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজে সভা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী।

কিশোরগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কিশোরগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী।

কলেজের অধ্যক্ষ ডা. আ ন ম নৌশাদ খানের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি ছিলেন মেডিকেল কলেজের চেয়ারম্যান রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা হামিদ।

এছাড়া সভায় বিশেষ অতিথি ছিলেন- কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আজিমুদ্দিন বিশ্বাস, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহমেদ তুহিন ও জেলা বিএমএ’র সভাপতি ডা. মাহবুব ইকবাল।

এসময় মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।