ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে শুরু হচ্ছে ৩ দিনের উন্নয়ন মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
সিলেটে শুরু হচ্ছে ৩ দিনের উন্নয়ন মেলা সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার

সিলেট: সিলেটে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১১ জানুয়ারি)। এদিন সকাল ১০টায় নগরের রিকাবিবাজার মোহাম্মদ আলী জিমনেশিয়ামে আয়োজিত মেলা ভিডিও করফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া মেলার দ্বার উন্মোচন করতে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।  

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক (ডিসি) রাহাত আনোয়ার।

তিনি বলেন, আগামী ১১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত বিভাগীয় শহর ছাড়াও উপজেলা সদরগুলোতে একযোগে এ মেলা চলবে। এবার মেলায় ৮২টি প্রতিষ্ঠান অংশ নিলেও স্টল হচ্ছে ১০০টি। এর মধ্যে ১৪টি প্রতিষ্ঠান মেলায় সরাসরি সেবা দেব। তাছাড়া সব প্রতিষ্ঠানই কোনো না কোনো সেবা দিয়ে থাকবে।

ডিসি রাহাত আনোয়ার বলেন, মেলায় স্থানীয় ঐতিহ্য শীতলপাটি, পিঠা, বাঁশ, বেত সামগ্রী, মনিপুরী হস্তশিল্প ইত্যাদি তুলে ধরা হবে। মেলা সফল করতে এরই মধ্যে সব শ্রেণী-পেশার মানুষকে নিয়ে সমন্বয় সভা করা হয়েছে।  

ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ জাতি গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে, বলেন ডিসি।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আমিনুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

তিনদিন ব্যাপী মেলার প্রথম দিনে সকাল ১১টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকছে রিয়েলিটি শো, বিকেল ৪টায় বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনা সভা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

দ্বিতীয় দিনেও রিয়েলিটি শো, আলোচনা সভায় থাকছে রূপকল্প ২০২১ ও ২০৪১ উন্নয়নের মহাসড়কে বঙ্গবন্ধুর বাংলাদেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।  

তৃতীয় দিনে রিয়েলিটি শো ছাড়াও আলোচনা সভায় থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্যোগ ও রূপকল্প ২০২১, ২০৪১ এবং ডিজিটাল বাংলাদেশ ও উন্নয়নের অগ্রযাত্রা পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীর মাধ্যমে মেলা সমাপ্ত হবে।
 
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।