ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত অর্ধশতাধিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত অর্ধশতাধিক

মেহেরপুর: মেহেরপুরে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে গাংনী উপজেলার বামুন্দী বাসস্ট্যান্ডের অদূরে সোহাগের ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

আহতদের মধ্যে- গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের আক্তার মোল্লার ছেলে আরিফুল ইসলাম (৩০), তার স্ত্রী জান্নাতুল খাতুন (২৭), মেয়ে জামিলা খাতুন (৫) ও তহমিনা খাতুন (৩), গাংনী পৌর শহরের রওশনারা খাতুন (৫৫), নাসরিন খাতুন (৩৪), হেমায়েতপুর গ্রামের হামিদুল ইসলাম (৩৪), মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের জাহানারা খাতুন (৬০), নাজমা খাতুন (৩৫), স্মৃতি (১২), গাংনী উপজেলার বাওট গ্রামের মৃত ফজল মীরের ছেলে মাছ ব্যবসায়ী স্বপন আলী (৩০), মহাম্মদপুর গ্রামের আরজ আলী (৬০), পাবনা জেলার নাজমা খাতুন (২৮), গাংনী পৌর শহরের মজনুর রহমান (৪৫), ভবানীপুর গ্রামের আনোয়ারা খাতুন (৬৫), তার ছেলে এরশাদ আলী (৩৫), রিপা খাতুন (২৮), রামনগর গ্রামের সমসের আলী (৬০), রাজাপুর গ্রামের হারান মণ্ডল (৩৫), রমজান আলী (২৩), ছাতিয়ান গ্রামের রহমত আলী (৩৪), বানুয়ারা খাতুন (২২), সাহেবনগর গ্রামের উন্জিত আলী (৬৫), আব্দুল করিম (৪৫), রাশেদা খাতুন (৪৪), কোদাইলকাটি গ্রামের পাখি (৮), সোনাভানু (২৮), আকাশ (১৬) ও সাহাবুল (৪০)।

বাকিদের নাম জানা যায়নি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকগুলোতে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।