ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে স্বর্ণালী খানম (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্বর্ণালী উপজেলার রাজপাট গ্রামের সাখাওয়াত শেখের মেয়ে।

তিনি রামদিয়া কলেজের সম্মান অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলীনুর হোসেন জানান, দুপুরে কলেজ থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন স্বর্ণালী। এসময় ইজিবাইকের চাকায় তার গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।