ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
ময়মনসিংহে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩৪

ময়মনসিংহ: ময়মনসিংহে শুরু হওয়া বিশেষ অভিযানে ১৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ নূরে আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, মঙ্গলবার (০৯ জানুয়ারি) দিনগত রাতে চালানো বিশেষ অভিযানে জেলা সদরসহ ১১টি উপজেলার মাদক বিক্রেতা, সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন অপরাধে দায়ের করা মামলায় ১৩৪ জনকে গ্রেফতার করা হয়।

পরে তাদের বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।