ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ডাকাতের গুলিতে আহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
সিলেটে ডাকাতের গুলিতে আহত ২

সিলেট: সিলেটে ওসমানীনগর উপজেলায় ডাকাতদের ধাওয়া করতে গিয়ে তাদের ছোড়া গুলিতে দুইজন আহত হয়েছেন।

বুধবার (১০ জানুয়ারি) ভোররাতে উপজেলার উসমানপুর গ্রামের হাফিজ সৈয়দ শাহজাহান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।  

গুলিবিদ্ধ আহতরা হলেন-  ওই গ্রামের সুরত আলীর ছেলে সায়েক আহমদ (৩৫) ও মফিজ উল্লার ছেলে আরিফ মিয়া (২৪)।

 

স্থানীয়রা জানান, ভোররাতে উপজেলার উসমানপুর গ্রামের হাফিজ সৈয়দ শাহজাহান মিয়ার বাড়িতে ১৩-১৪ জন সংঘবদ্ধ ডাকাতদল দরজা ও তালা ভেঙে বসতঘরে ঢুকে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ডাকাত দল প্রায় ২০ ভরি স্বর্ণলঙ্কার ও নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায়।

ডাকাতির খবর পেয়ে গ্রামের লোকজন ঘেরাও করতে চাইলে ডাকাতরা গুলি করে পালিয়ে যায়। এতে সায়েক আহমদ ও আরিফ মিয়া আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সিলেট ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্লা ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।