ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের মেয়েরা অনেক ক্ষেত্রে এগিয়ে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
বাংলাদেশের মেয়েরা অনেক ক্ষেত্রে এগিয়ে

ঢাকা: নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অর্জন ঈর্ষণীয়। বাংলাদেশের মেয়েরাও অনেক ক্ষেত্রে আঞ্চলিক দেশসমূহ থেকে এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

সোমবার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর বেইলি রোডের গার্ল গাইডস অডিটোরিয়ামে ‘স্টপ দ্যা ভায়োলেন্স’ ন্যাশনাল ট্রেনিং অফ ট্রেইনার্স এর উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।
 
বাংলাদেশ গার্ল গাইডস ও শ্রীলংকা গার্ল গাইড অ্যাসোসিয়েশন যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে মেহের আফরোজ চুমকি বলেন, সরকার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বাল্য-বিবাহ নিরোধ আইন সংসদে পাস হয়েছে। সহিংসতা নিরোধে ১০৯ হেল্পলাইন চালু করা হয়েছে।

তিনি বলেন, সহিংসতা প্রতিরোধ বিষয়ক সব কার্যক্রমে পুরুষের অংশগ্রহণ বাড়াতে হবে।

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার সৈয়দা রেহানা ইমামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চিকিৎসা মেডিকেল শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ফয়েজ আহমেদ, শ্রীলংকা গার্ল গাইডসের প্রতিনিধি দলের প্রধান চামাথা ফারনান্ডো প্রমুখ।

‘স্টপ দ্যা ভায়োলেন্স’ ট্রেনিং কার্যক্রমে বাংলাদেশ ও শ্রীলংকার প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।