ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে সেনা বাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
মানিকগঞ্জে সেনা বাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন সেনা বাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জে সেনা বাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ সেনাবাহিনী সাভার অঞ্চল কর্তৃক গবাদি পশু, হাঁস-মুরগি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে গ্রামবাসীরা এ চিকিৎসা সেবা গ্রহণ করে।

কর্নেল এসএম আজিজুল করিম হুসাইনি আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন লে. কর্নেল পলাশ কুমার ভট্টাচার্য, লে. কর্নেল রেজাউল করিম পিএসসি, মেজর মুক্তারুজ্জামান, মেজর প্রণব কান্তি সাহা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, গড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার প্রমুখ।

দিনব্যাপী ক্যাম্পে সহ্রাধিক গরু, দুই হাজার ছাগল ও ভেড়া ও পাঁচ হাজার হাস-মুরগির চিকিৎসা ও ফ্রি ওষুধ দেওয়া হয়।

ক্যাম্প শেষে স্থানীয় কয়েকটি স্কুলে ফুটবল ও ভলিবল উপহার দেওয়া হবে বলেও জানান। ক্যাম্পটি বাস্তবায়নে ঔষুধিয় সহয়তা করেছে নাভানা, স্কয়ার ও এসিআই কোম্পানি।

বাংলাদেম সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।