ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শান্তিনগরে বাসের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
শান্তিনগরে বাসের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

ঢাকা: রাজধানীর শান্তিনগর এলাকায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ জমাদার বাংলানিউজকে বলেন, কাকরাইল থেকে মালিবাগগামী একটি যাত্রীবাহী বাস শান্তিনগর এলাকায় পৌঁছালে অজ্ঞাত ওই ব্যক্তিকে ধাক্কা দেয়।

এতে গুরতর আহত হন তিনি। এ সময় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ঘাতক বাস ও তার সহকারীকে আটক করা গেলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। তবে চালককে ধরার চেষ্টা চলছে।

মৃত ব্যক্তির পড়নে রয়েছে কালো পেন্ট ও পেস্ট রংয়ের জ্যাকেট। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।