ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
উল্লাপাড়ায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রচণ্ড শীতে খড়-কুটো জ্বেলে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ডাবলু শেখ (৩২) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডাবলু শেখ উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর গ্রামের ছানোয়ার শেখের ছেলে।

নিহত ডাবলুর চাচা শহীদুল ইসলাম শেখ বাংলানিউজকে বলেন, সোমবার (৮ জানুয়ারি) দুপুরে ডাবলুকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

এর আগে রোববার (৭ জানুয়ারি) রাতে প্রচণ্ড শীতে অলিপুর বাজারে খড়-কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিল ডাবলুসহ কয়েকজন ট্রলি চালক। এসময় ডাবলুর গায়ের শীতের পোশাকে আগুন লেগে যায়। অন্য শ্রমিকরা অনেক চেষ্টার পর তার শরীরের আগুন নিভিয়ে ফেলে। এতে ডাবলুর শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। দগ্ধ ডাবলুকে প্রথমে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে তাকে ঢামেকের বার্ন ইউনিটি ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।