ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শিয়ালের ফাঁদে ধরা পড়লো মেছো বাঘ!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
শিয়ালের ফাঁদে ধরা পড়লো মেছো বাঘ! ধরা পড়েছে মেছো বাঘ-ছবি-বাংলানিউজ

রাজবাড়ী: রাজবাড়ীতে কোয়েল পাখির খামারে পাতা শিয়াল ধরার ফাঁদে ধরা পড়েছে বিরল প্রজাতির ‘মেছো বাঘ’।

শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইকবাল হোসেন খানের খামারে ধরা পড়ে বাঘটি।

ইকবাল খানের ছেলে মিঠু খান বাংলানিউজকে বলেন, বেশ কয়েকদিন ধরে রাতে কোয়েল পাখির খামারে এসে পাখি খেয়ে যাচ্ছিলো কোনো প্রাণী।

এতে আমাদের অনেক টাকার ক্ষতি হয়েছে। আমরা প্রাণীটিকে শিয়াল ভেবে ধরার জন্য খামারে ফাঁদ পাতি। শুক্রবার রাত ১১টার দিকে আমি ফাঁদের কাছে গিয়ে দেখি বিরল প্রজাতির একটি মেছে বাঘ ধরা পড়েছে।  

শনিবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী সদর উপজেলা ফরেস্টার মো. ইউনুছ আলী বাংলানিউজকে বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। মেছো বাঘটিকে উদ্ধার করে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে পরবর্তীতে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করবো।

তিনি আরও বলেন, মাছের প্রাচুর্য আছে এমন জলাশয় ও জঙ্গলে বাস করে মেছো বাঘ। তবে বর্তমানে স্থানীয় বিলগুলো শুকিয়ে গেছে। ফলে খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করছে এসব প্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব বন্যপ্রাণী সংরক্ষণ করা অতি জরুরি।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।