মানিকগঞ্জ: কুয়াশার তীব্রতা কমায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-আরিচা দুটি নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনে (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ে ডিজিএম নাসির হোসেন ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১২টার পর থেকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশার ঘনত্বের কারণে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে রাত দুইটা থেকে আরিচা-কাজিরহাট ও রাত সাড়ে তিনটা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে কাজিরহাটে দুইটি ও পাটুরিয়ায় তিনটি ফেরি আটকে আছ। পদ্মা ও যমুনা নদীতে কুয়াশার তীব্রতা কমতে শুরু করলে পাটুরিয়া-দৌলতদিয়ায় সকাল সাড়ে ৯টা এবং আরিচা-কাজিরহাট নৌরুটে পৌনে ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি চলাচল শুরু হলে মাঝ নদীতে আটকে থাকা ফেরি গুলো তীরে এসে নোঙর করে।
বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির হোসেন বলেন, পদ্মা ও যমুনা নদীতে কুয়াশার তীব্রতা কমে আসায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মাঝ নদীতে আটকে থাকা ফেরি গুলো তীরে এসে নোঙর করেছে। এই দুটি নৌপথে আটকে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এএটি