ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে ক্র্যাব নেতাদের শ্রদ্ধাঞ্জলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
বঙ্গবন্ধুর সমাধিতে ক্র্যাব নেতাদের শ্রদ্ধাঞ্জলি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন ক্র্যাব নেতারা

গোপালগঞ্জ: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে সংগঠনের সহ সভাপতি মাসুম মিজান ও সাধারণ সম্পাদক সরোয়ার আলমের নেতৃত্বে ক্র্যাবের নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে তারা বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় ক্র্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এম এম বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ আহম্মেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শাহরিয়ার আরিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান, দপ্তর সম্পাদক রুদ্র রাসেল, একুশে টেলিভিশনের চিফ রিপোর্টার এস এম সেকেন্দার, সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ০৫ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।