ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শাহিনুর ইসলাম (৩৫) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ‍সুইটি বেগম (৩০)।

শুক্রবার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুয়াকাটার-নবীনপুর রাস্তার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে পরে গেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিনুর ইসলাম বরগুনা জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বরগুনা থেকে নিহত কারারক্ষী শাহিনুর ইসলাম তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে কুয়াকাটায় বেড়াতে আসার সময় এ দুর্ঘটনার শিকার হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়।  

পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে ৩টায় শাহিনুর ইসলাম মারা যান।  

বরগুনার জেল সুপার এ জি মাহামুদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘন্টা, জানুয়ারি ০৫, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।