ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শনিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
শনিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মিঠুন চাকমার হত্যার প্রতিবাদ ও হত্যাকাকারীদের গ্রেফতারের দাবিতে ৬ জানুয়ারি (শনিবার) খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে জেলা শহরের স্বনির্ভর এলাকায় মিঠুন চাকমার হত্যার প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদী সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করে ইউপিডিএফের জেলা সংগঠক মাইকেল চাকমা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এমএন পারভেজ লেনিন, চট্টগ্রাম আদিবাসী মুক্তি মোর্চার তিতাস চাকমা প্রমুখ।

বুধবার (৩ জানুয়ারি) জেলা শহরের অপর্না চৌধুরীপাড়ার নিজ বাসার সামনে থেকে সন্ত্রাসীরা মিঠুন চাকমাকে তুলি নিয়ে যায়। পরে স্লুইচ গেট এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।