ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
কেরানীগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিলে লাঠিচার্জ ও গুলিবর্ষণ করেছে পুলিশ। এসময় ১০-১২ জন বিএনপি নেতা আহত হয়েছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা মন্যু বেপারীর ঢাল এলাকায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় বাংলানিউজকে বলেন, বিকেলে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জিনজিরা মন্যু বেপারীর ঢাল এলাকা থেকে কালো পতাকা মিছিল বের করি।

মিছিলটি আমিরাবাগ জিসান কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পথিমধ্যে পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করে। একপর্যায়ে তারা আমাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে আমাদের ১০-১২ জন নেতাকর্মী আহত হন। এসময় পুলিশ আওয়াল ও পলাশসহ ৬ নেতাকর্মীকে আটক করে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বাংলানিউজকে বলেন, শান্তিপূর্ণ মিছিলের নামে তারা সড়কে ভাঙচুর চালিয়েছে। পরে আমরা তাদের বাধা দিতে গেলে তারা আমাদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ লাঠিচার্জ ও এক রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।