ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় ছাত্রলীগ কর্মী হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
পাবনায় ছাত্রলীগ কর্মী হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ১

পাবনা: পাবনায় ছাত্রলীগ কর্মী আরিফুল ইসলামকে (২৫) কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় নয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (০৫ জানুয়ারি) দুপুরে নিহতের মা কহিনুর বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে পুলিশ এই ঘটনায় অভিযুক্ত আসামি মো. সাজিদ ফয়সাল ভুবন নামে একজনকে গ্রেফতার করে।

আরিফুল ইসলাম পাবনা পৌর এলাকার কাচাঁলীপাড়া মহল্লার মৃত আব্দুল হামিদের ছেলে এবং পাবনা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র।

নিহতের মা কহিনূর বেগম বাংলানিউজকে বলেন, ‘আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আমার ছেলে লেখাপড়া করতো। কারো সঙ্গে তার কোনো বিবাদ ছিলো না। বাড়ির পাশে শেখ বাচ্চু ক্লাবের সন্ত্রসীরা এলাকায় নিজেদের অধিপত্য দেখাতে এসেছিলো। আমার ছেলে প্রতিবাদ করার কারণে তাকে প্রাণ দিতে হলো। আমি আমার সন্তান হত্যার বিচার চাই প্রশাসনের কাছে। আর যেনো কারো মায়ের বুক খালি না হয়। ’ 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ৫নং আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খুব অল্প সময়ে মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে। সন্ত্রাসী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না।

**পাবনায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা 

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।