ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি টাঙ্গাইলে আনসার ভিডিপির শোভাযাত্রা

টাঙ্গাইল: ‘ঘরে ঘরে শান্তি চাই, উন্নত সমাজ গড়তে চাই-এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে ৩৮তম জাতীয় সমাবেশ উদ্বোধন ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে এ উপলক্ষে শহরে কমান্ড্যান্ট ইফতেহার আলীর নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন-টাঙ্গাইল আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট সৈয়দ ইফতেহার আলী, সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ নুরুজ্জামান ও সদর উপজেলা আনসার ও ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ০৫ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।