ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় পুলিশের মাসিক কল্যাণ সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
সাতক্ষীরায় পুলিশের মাসিক কল্যাণ সভা সাতক্ষীরায় পুলিশের মাসিক কল্যাণ সভা-ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্স মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আলতাফ হোসেন।

সাতক্ষীরা সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আতিকুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (আইটিসি) তরিকুল ইসলাম, কালিগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন, সহকারী পুলিশ সুপার (আইটিসি) মেহেদী হাসান, বিশেষ শাখার ডিআইও-১ মিজানুর রহমান, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ আলী আহমেদ হাশমী, টিআই তপন কুমার ও সংরক্ষিত পুলিশ পরিদর্শক আব্দুল হাই মোল্লা প্রমুখ।

সভায় পুলিশ সুপার আলতাফ হোসেন জেলায় কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন।

এসময় পুলিশ সুপার সহকর্মীদের প্রতি জঙ্গিবাদসহ জেলার আইন-শৃঙ্খলা উন্নয়নে অর্পিত দায়িত্ব আন্তরিকতা, নিষ্ঠা ও সর্তকতার সঙ্গে পালনের নির্দেশ দেন।

পরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা ও কৌশলগত পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।