ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
আদিতমারীতে নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজের একদিন পর নবেজ উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়ছে।

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজের একদিন পর নবেজ উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়ছে।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া শ্যাকের দীঘি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নবেজ উদ্দিন ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নবেজ উদ্দিনের সম্পত্তি নিয়ে তার দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে বিবাদ চলছিলো। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর থেকে তার সন্তানরা একে অপরকে বাবা হত্যার অভিযোগ তোলে। শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার সময় নবেজের মরদেহ উদ্ধার করা হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এজি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।