ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বোচাগঞ্জে ট্রাক্টরচাপায় কলেজছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
বোচাগঞ্জে ট্রাক্টরচাপায় কলেজছাত্রী নিহত

দিনাজপুরের বোচাগঞ্জে পাওয়ার টিলার (ট্রাক্টর) চাপায় ববিতা শীল (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে।

দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জে পাওয়ার টিলার (ট্রাক্টর) চাপায় ববিতা শীল (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঈশানিয়া ইউনিয়নের ডকচাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ববিতা উপজেলার ঈশানিয়া ইউনিয়নের দিনেশ শীলের মেয়ে। সে সেতাবগঞ্জ মহিলা কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্রী ছিল।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ি থেকে বাইসাইকেলে করে প্রাইভেট পড়তে যাচ্ছিল ববিতা। পথে ডাকচাই এলাকায় এলে একটি ট্রাক্টর পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।