ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘মুক্তিযুদ্ধে রক্ত বিসর্জন ভারতীয়দের জন্য গর্বের’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
‘মুক্তিযুদ্ধে রক্ত বিসর্জন ভারতীয়দের জন্য গর্বের’ ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সৈন্যরাও রক্ত বিসর্জন দিয়েছিল- ওটাই ছিল ভারতীয়দের জন্য মহানগর্বের মুহূর্ত।

ঢাকা: ‘বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সৈন্যরাও রক্ত বিসর্জন দিয়েছিল- ওটাই ছিল ভারতীয়দের জন্য মহানগর্বের মুহূর্ত।

বৃহস্পতিব‍ার (২৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ স্টুডেন্টস স্টাডিজ ইন ইন্ডিয়া আয়োজিত বিজয়দিবস ২০১৬ উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এ বক্তব্য রাখেন।



তিনি বলেন, ভারত ও বাংলাদেশ যৌথভাবে মুক্তিযুদ্ধের ৪৫তম বার্ষিকী উদযাপনে আয়োজিত এ অনুষ্ঠান নিসন্দেহে তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর উৎসাহে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এবং ভারতীয় সৈন্যরা একসাথে যুদ্ধ করেছিল।
 
শ্রিংলা বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের অভিন্ন ইতিহাসের বন্ধন এবং আমাদের দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ বজায় রেখে চলেছেন- ১৯৭১ সালের নির্যাতনের বিরুদ্ধে এরা কাঁধে কাঁধ রেখে যুদ্ধ করেছিলেন, রক্ত ঝরিয়েছিলেন।
 
অনুষ্ঠানে আরো ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক এমপি, প্রফেসর এমিরিটাস ড. আনিসুজ্জামান (পদ্মভূষণ), ঢাকাবিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, অ্যাবসি সাধারণ সম্পাদক শামীম আল মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯,২০১৬
এসএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।