ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
মুন্সীগঞ্জে অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের কাটাখালি এলাকার একটি ডোবা থেকে নেওয়াজ শরীফ (২৫) নামে এক অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।



মৃত নেওয়াজ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় মৃত শহিদুল্লাহর ছেলে বলে জানা গেছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী বাংলানিউজকে জানান, দুপুরে কাটাখালি এলাকার রাস্তার পাশের একটি ডোবার মধ্যে নেওয়াজ মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বৃহস্পতিবার ( ৩১ ডিসেম্বর) রাত থেকে ওই অটোরিকশা চালক নিখোঁজ ছিলেন বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।