ঢাকা, সোমবার, ১২ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ফেব্রুয়ারিতে ওমানে বৈঠকে বসতে পারেন তৌহিদ-জয়শঙ্কর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
ফেব্রুয়ারিতে ওমানে বৈঠকে বসতে পারেন তৌহিদ-জয়শঙ্কর

ঢাকা: আগামী ১৬-১৭ ফেব্রুয়ারিতে ওমানে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান ওশান কনফারেন্স। এতে যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

কনফারেন্সের ফাঁকে বৈঠক হতে পারে তাদের।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ১৬ -১৭ ফেব্রুয়ারি ওমানে ইন্ডিয়ান ওশান কনফারেন্স হবে। এটি হবে অষ্টম কনফারেন্স। সেখানে বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দিচ্ছেন। কনফারেন্সের ফাঁকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসতে পারেন। উভয়পক্ষ এ বৈঠকের প্রস্তুতি নিতে কার্যক্রম চালাচ্ছে।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে প্রথম বৈঠক করেছিলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া গত ডিসেম্বরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করে গেছেন।

ওমানের বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে। সূত্র জানায়, তৌহিদ-জয়শঙ্করের বৈঠকে সীমান্ত পরিস্থিতি, ভিসা, তিস্তা ইস্যু, গঙ্গা চুক্তি নবায়নসহ দুই দেশের চলমান বিভিন্ন ইস্যু আলোচনায় আসতে পারে।

বাংলাদেশ সময়:ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
টিআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।