নোয়াখালী: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে আগুন লেগেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
শনিবার (১১ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে মাইজদী শহরের প্রধান সড়কের পাশের কয়েকটি মার্কেট ও হকার্স মার্কেটের দক্ষিণ পাশে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে হঠাৎ হকার্স মার্কেটে আগুনের ফুলকি দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি। অগ্নিকাণ্ডে প্রায় ২০-২৫টির অধিক দোকান পুড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের মতে, এর সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীসহ সেনাবাহিনী ও পুলিশ রয়েছে।
মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের সেন্টি ইয়াছিন মোল্লা জানান, হকার্স মার্কেটে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ফায়ার সার্ভিসের আরও কয়েকটি টিম সেখানে পাঠানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এসআরএস