ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বসতঘরের দরজা ভেঙে মিলল কলেজশিক্ষকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
বসতঘরের দরজা ভেঙে মিলল কলেজশিক্ষকের মরদেহ প্রতীকী ছবি

নেত্রকোনা: নেত্রকোনার পৌর শহরের বড় বাজার এলাকার নিজ বসতঘর থেকে দিলীপ কুমার সাহা (৬৮) নামে এক কলেজশিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে পৌর শহরের বড়বাজার এলাকার নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি পৌর সদরের আবু আব্বাছ ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী ঢাকায় আত্মীয়ের বাসায় চলে যাওয়ায় গত কয়েকদিন ধরে তিনি বাসায় একা থাকতেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী বাসায় এসে দরজা তালা দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে খাটের নিচে তার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ  জানান, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে খুন করা হয়েছে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর আসল ঘটনা জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।