ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছায় সিক্ত কালের কণ্ঠ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছায় সিক্ত কালের কণ্ঠ বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক লুৎফর রহমান হিমেল দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ ও নির্বাহী সম্পাদক হায়দার আলীর হাতে ফুলের তোড়া তুলে দেন। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মুক্তবুদ্ধি চর্চার মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশকের পথচলা শেষে ১৬ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম শীর্ষ দৈনিক কালের কণ্ঠ। ‘আংশিক নয়, পুরো সত্য’ জানানোর অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির এই দৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (১০ জানুয়ারি)।

এ উপলক্ষে কর্মী, পাঠক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত হচ্ছে কালের কণ্ঠ।

এদিন সকাল থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কালের কণ্ঠের প্রধান কার্যালয়ে শুভেচ্ছা জানাতে আসতে থাকেন নানা শ্রেণি-পেশার বিশিষ্টজনরা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে শুভানুধ্যায়ীদের আগমন। শুভেচ্ছা জানাতে আসা ব্যক্তিদের মধ্যে যেমন আছেন রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক; তেমনি আছেন কূটনীতিক, অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পী, ক্রীড়াবিদরা। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও শুভেচ্ছা জানিয়েছে কালের কণ্ঠকে। অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমও প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছে পত্রিকাটিকে।

প্রতি প্রতিষ্ঠাবার্ষিকীতেই বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন করে দৈনিক কালের কণ্ঠ। এবারও এর ব্যতিক্রম হয়নি। এ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণের সূচনা করেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এ সময় তাকে কালের কণ্ঠের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘লাল গোলাপ’ উপস্থাপক, বিশিষ্ট লেখক ও যায়যায়দিন প্রতিদিনের সম্পাদক শফিক রেহমান, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক লুৎফর রহমান হিমেল, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক ইয়াসিন পাভেল, বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের ও নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের ম্যানেজিং এডিটর রুহুল আমিন রাসেলসহ অনেকে।

কেক কাটার পর এই অনুষ্ঠানেই কালের কণ্ঠের শুরু থেকে এ পর্যন্ত কর্মরত ৯৯ জন কর্মীকে ‘একসঙ্গে দেড় দশক’ শীর্ষক সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে বর্তমানে দৈনিকটির বিভিন্ন বিভাগে কর্মরত সেরা কর্মীদেরও সম্মাননা দেওয়া হয়। ‘একসঙ্গে দেড় দশক’ সম্মাননা প্রাপ্ত এবং সেরা কর্মীদের হাতে ক্রেস্ট তুলে দেন কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ এবং নির্বাহী সম্পাদক হায়দার আলী।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালায় শুক্রবার সকালে আয়োজন করা হয় প্রতিনিধি সভা ও সেরা মফস্বলকর্মী পুরস্কার বিতরণ। এ সময় প্রতিনিধিদের আগমনে মুখরিত হয়ে ওঠে কালের কণ্ঠের প্রধান কার্যালয়। প্রতিনিধি সভায় বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা ছাড়াও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী ও কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী উপস্থিত ছিলেন।

পরে দুপুর পৌনে ১২টায় কালের কণ্ঠের প্রধান কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান ঢাকায় নিযুুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তাকে স্বাগত জানান কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, নির্বাহী সম্পাদক হায়দার আলী, উপ-সম্পাদক মেহেদী হাসান তালুকদার প্রমুখ। পরে তাকে কালের কণ্ঠের অফিস ঘুরিয়ে দেখান সম্পাদক হাসান হাফিজ ও উপ-বার্তা সম্পাদক মেহেদী হাসান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ডেইলি সানের সম্পাদক মো. রেজাউল করিম।

দুপুর ২টায় কালের কণ্ঠের প্রধান কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় হাইকমিশনারের সফরসঙ্গী ছিলেন উপ-হাইকমিশনার পবন বাধে। তাদের স্বাগত জানান দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, নির্বাহী সম্পাদক হায়দার আলী, উপবার্তা সম্পাদক মেহেদী হাসান তালুকদার প্রমুখ।

দুপুর ২টায় কালের কণ্ঠের প্রধান কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর ফাসিহ উল্লাহ খান। তাকে স্বাগত জানান দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, নির্বাহী সম্পাদক হায়দার আলী ও উপবার্তা সম্পাদক মেহেদী হাসান তালুকদার প্রমুখ।

বিকেল সাড়ে ৪টার দিকে কালের কণ্ঠের কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জানান বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক লুৎফর রহমান হিমেল। তিনি কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ ও নির্বাহী সম্পাদক হায়দার আলীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অভিবাদন জানান। এসময় সম্পাদকের সঙ্গে ছিলেন বাংলানিউজের হেড অব নিউজ আহমেদ জুয়েল, সিনিয়র আউটপুট এডিটর এসএম সালাউদ্দিন, নিউজ এডিটর হুসাইন আজাদ, নিউজ কোঅর্ডিনেটর শারমীনা ইসলাম, চিফ অব করেসপন্ডেন্টস ইসমাইল হোসেন, হেড অব মাল্টিমিডিয়া মৌসুমী সুলতানা মৌ, কান্ট্রি এডিটর শিমুল সুলতানা, ডেপুটি চিফ অব করেসপন্ডেন্টস এসএমএ কালামসহ সাংবাদিক-কর্মকর্তারা।
 
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে ফের কেক কাটার আয়োজন থাকছে। এছাড়া কালের কণ্ঠ কার্যালয়ে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
এসসি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।