ঢাকা: অর্থ পাচার প্রতিরোধ ও কিছু বাংলাদেশি নাগরিকের বিদেশে জমানো চুরির সম্পদ পুনরুদ্ধারে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে এক বৈঠকে তিনি এই সহায়তা চান।
মঙ্গলবার (৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইআইবির ভাইস প্রেসিডেন্ট পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বিগত শাসনামলের অসদাচরণের উল্লেখ করে প্রকল্প সংক্রান্ত দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান।
বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশের আরএমজি সেক্টরে অবিশ্বাস্য উন্নতির প্রশংসা করে। এছাড়া ইউরোপে অনিয়মিত অভিবাসন মোকাবেলায় প্রচেষ্টা বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়।
বৈঠক শেষে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাংবাদিকের বলেন, অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে ইইউ। বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে আমি মনে করি, এটি বিনিয়োগের জন্য স্থিতিশীল। আমি যথেষ্ট আশাবাদী আমরা এই বছরের মধ্যে আমাদের যেসব প্রকল্প রয়েছে সেগুলোর অগ্রগতি দেখতে পাব, বিশেষ করে পানি এবং স্যানিটেশন খাতের কথা বলছি।
সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে যাবে উল্লেখ করে বিয়ার বলেন, আমি মনে করি আমরা খুব কাছাকাছি চলে এসেছি যখন সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের কর্মসূচি আসবে এবং খুব শিগগিরই এটিকে নির্বাচনের দিকে নিয়ে যাবে। নির্বাচনের মুহূর্ত এবং তারপরে সংসদে ক্ষমতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বাংলাদেশি নাগরিক এবং সংস্থার উপর নির্ভর করে।
তিনি বলেন, আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, সমগ্র ইউরোপীয় ইউনিয়ন ভবিষ্যতের জন্য বাংলাদেশি নাগরিকদের সেবায় অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়িয়েছে।
বৈঠকে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিয়ার।
নিকোলা বিয়ার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন কার্যক্রমের তত্ত্বাবধান করেন।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা,জানুয়ারি ৭,২০২৫
টিআর/এমএম