ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

১৭ বছর বয়সে না ফেরার দেশে বাঁহাতি স্পিনার মহরম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
১৭ বছর বয়সে না ফেরার দেশে বাঁহাতি স্পিনার মহরম মহরম হোসেন মহিন। ছবি : বিসিবি

মাত্র ১৭ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন তরুণ ক্রিকেটার মহরম হোসেন মাহিন।  

আগামীকাল অনূর্ধ্ব-১৮ বিভাগীয় টুর্নামেন্টে খেলতে নামার কথা ছিল এই বাঁহাতি স্পিনারের।

এ লক্ষ্যে ফরিদপুরে ঢাকা দক্ষিণ দলের সঙ্গে অনুশীলন করছিলেন মহরম। কিন্তু হঠাৎ করে পেট ব্যথা করায় ফরিদপুর মেডিক্যাল কলেজে ভর্তি হন।  

সেখান থেকে মরহরমকে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করানোর পরামর্শ দেওয়া হয়। সে অনুযায়ী ভর্তিও করা হয় তাকে। কিন্তু তীব্র অ্যাসিডিটির সঙ্গে আরও কিছু শারীরিক জটিলতা দেখা দিলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নে চিকিৎসকরা।  

অস্ত্রোপচারের পর কিছুটা ভালো বোধ করতে শুরু করেছিলেন মহরম। কিন্তু সম্প্রতি অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউ-তে রাখা হয় তাকে। কিন্তু এরপর আর সুস্থ হয়ে মাঠে ফিরতে পারলেন না তিনি।  

মহরমের জন্ম বরিশালের গৌরনদীতে। তার বাবা একজন স্কুল শিক্ষক।

মহরমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।