ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্ব ইজতেমা ময়দানের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
বিশ্ব ইজতেমা ময়দানের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার

গাজীপুর: ১৬ দিন পর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন-২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা বলে গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুর ২টা হতে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের ৩ কিলোমিটারব্যাপী এলাকায় জারিকৃত আদেশসমূহ অদ্য ২ জানুয়ারি ২০২৫ বিকেল ৫টা হতে প্রত্যাহার করা হলো। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো।

এর আগে ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিশ্ব ইজতেমার ময়দানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

তার আগে ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হন। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
আরএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।