ফেনী: ফেনী বড় জামে মসজিদের এলইডি স্কিনে ‘আওয়ামী লীগ ফিরবে; জয় বাংলা’ লেখা ভেসে ওঠার পর উদ্ধুত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেনীর সব এলইডি স্ক্রিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ফেনী জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুল ইসলাম।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে নির্দেশনার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, শহরের বিপণীবিতানসহ বিভিন্ন স্থানে অনেকগুলো এলইডি স্কিন বসানো রয়েছে।
এর আগে, সোমবার দুপুরের পর ফেনী বড় মসজিদের এলইডি স্কিনে ‘আওয়ামীলীগ ফিরবে; জয় বাংলা’ লিখা ভেসে ওঠার পর শতশত জনতা একত্রিত হয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে ফেনী শহরের মিজান রোডের মাথায় স্থাপিত ইসলামী ভাষ্কর্যের স্কিনে ভারতীয় বিজ্ঞাপন প্রচার হলে ধর্মপ্রাণ মুসলিম কমিউনিটিতে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসন সব এলইডি স্কিন বন্ধের সিদ্ধান্ত জানায়।
বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এসএইচডি/এএটি