ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীর সব এলইডি স্ক্রিন বন্ধ রাখার নির্দেশ ডিসির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
ফেনীর সব এলইডি স্ক্রিন বন্ধ রাখার নির্দেশ ডিসির এলইডি স্কিন ও ডিসি মো. সাইফুল ইসলাম।

ফেনী: ফেনী বড় জামে মসজিদের এলইডি স্কিনে ‘আওয়ামী লীগ ফিরবে; জয় বাংলা’ লেখা ভেসে ওঠার পর উদ্ধুত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেনীর সব এলইডি স্ক্রিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ফেনী জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুল ইসলাম।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে নির্দেশনার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, শহরের বিপণীবিতানসহ বিভিন্ন স্থানে অনেকগুলো এলইডি স্কিন বসানো রয়েছে।

এসব স্কিন ষড়যন্ত্রকারীরা ব্যবহার করে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেনীর সব এলইডি স্কিন বন্ধ রাখতে নির্দেশ দিয়েছি।

এর আগে, সোমবার দুপুরের পর ফেনী বড় মসজিদের এলইডি স্কিনে ‘আওয়ামীলীগ ফিরবে; জয় বাংলা’ লিখা ভেসে ওঠার পর শতশত জনতা একত্রিত হয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে ফেনী শহরের মিজান রোডের মাথায় স্থাপিত ইসলামী ভাষ্কর্যের স্কিনে ভারতীয় বিজ্ঞাপন প্রচার হলে ধর্মপ্রাণ মুসলিম কমিউনিটিতে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসন সব এলইডি স্কিন বন্ধের সিদ্ধান্ত জানায়।  

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।