ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় পিস্তলসহ যুবক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
ফতুল্লায় পিস্তলসহ যুবক গ্রেপ্তার পিস্তলসহ এস এম ফাইয়াজ হাসান নিলয়

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদেশের তৈরি অত্যাধুনিক পিস্তলসহ এস এম ফাইয়াজ হাসান নিলয় (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) ফতুল্লা মডেল থানার উত্তর কাশিপুর আলীপাড়া বেবি বেগমের বাড়ির সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে আমেরিকার তৈরি একটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করা হয়।

নিলয় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কাওঢাইল পূর্ব পাড়ার মনসুর হাজীর ছেলে। বর্তমানে তারা সপরিবারে ফতুল্লা মডেল থানার নিউ চাষাঢ়া জামতলা এলাকায় বসবাস করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয়দের সহায়তায় কাশীপুর এলাকা থেকে আমেরিকার তৈরি গুলিবিহীন ম্যাগাজিন ও একটি পিস্তলসহ এস এম ফাইয়াজ হাসান নিলয়কে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জ হলেও তারা জামতলা এলাকায় বসবাস করে। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।